বিএনপি

৪-৫ হাজার বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে : রিজভী

যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,   ইতোমধ্যে বিএনপির এবং বিভিন্ন অঙ্গসংগঠনের ৪/৫ হাজার বিএনপি নেতা-কর্মী, যারা দলের নামে, বিভিন্ন অঙ্গসংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে দুবৃত্ত চক্রের সাথে যোগসাজশ করে অথবা দুবৃত্ত চক্র গড়ে তুলেছিল, অনৈতিক কাজের মধ্যে ছিল, আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি

শুক্রবার (৪ জুলাই) ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে  বিএনপি এবং এর নেতারা আপসহীনএবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একেবারে জিরো টলারেন্সনীতিতে আছেন

তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে জানান দিতে চাই, দলের নামে যে কেউ যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক কর্মকাণ্ড করবে, সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও-অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র বিলম্ব করিনি, করছি না।

বিভিন্ন ঘটনায় ব্যবস্থা নেয়ার উদাহরণ এনে তিনি আরও বলেন,  কুমিল্লা দক্ষিণ জেলার কোতোয়ালী মডেল থানার পাছথুবী ইউনিয়নের (দক্ষিণ) সাধারণ সম্পাদক খোকন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কারণ দলের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্রবাজিরসঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার সেসব ছবিও পাওয়া গেছে।

বহিষ্কার করা হয়েছে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে। কয়েকজন দুস্কৃতকারীকে সাথে নিয়ে আমাদের মহিলা দলের একজন নেত্রী, যিনি চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভানেত্রী, তাকে মারধর করেছে। এটা কতবড় অনৈতিক কাপুরুষোচিত কাজ, তাকে (খোকন মিয়া) আজ সাথে সাথে বহিষ্কার করা হয়েছে।

লালমনিরহাটের ঘটনা তুলে ধরে তিনি বলেন, “পাটগ্রামে এই ধরনের ঘটনা শোনা গেছে যে কিছু লোক বিএনপির নামে সেখানকার থানায় ঢুকে ভাংচুর করেছে এবং দুইজনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে, এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহাখালীর জাকারিয়া বারে ঢুকে ভাঙচুর ও নারীদের ওপর হামলার ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় এসেছে। বনানী থানা যুবদলের আহ্বায়ক মুনির হোসেনের নেতৃত্বে ওই ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমে খবর এসেছে।

রিজভী বলেন, “এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাক্ষণিকভাবে যুবদলের নামধারী এই নেতাকে যুবদল থেকে বহিষ্কার করেছে।

এ বিএনপি নেতা বলেন, আমরা ৫ অগাস্টের পর থেকে এই ধরনের যত তথ্য পেয়েছি, সাথে সাথে আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন