বিনোদন

সম্পর্ক ভাঙলেও নিজের পথেই মিথিলা!

ছবি: সংগৃহীত

বছর কয়েক আগেই গায়ক তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার বিচ্ছেদ ছিল শোবিজ অঙ্গনের সবচেয়ে আলোচিত ঘটনা। ২০১৭ সালে তারা আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার ঘোষণা দিলেও বাস্তবে এই সম্পর্কের ভাঙন শুরু হয়েছিল আরও দু'বছর আগেই। 

সম্প্রতি এশা রুশদীর ইউটিউবভিত্তিক পডকাস্টে অতিথি হয়ে মিথিলা জানান, ২০১৫ সালেই তাহসানের সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন হতে শুরু করে। তারা এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রায় দু'বছর অনেক চেষ্টা করেছেন। কিন্তু একসঙ্গে পথচলার সম্ভাবনা আর নেই,শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছেন।

মিথিলা জানান, সে তখন খুব অল্প বয়সী মা। মাত্র এক বছরের সন্তানকে নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সেই অবস্থায় নিজে সিদ্ধান্ত নেয়ার মতো অবস্থায় ছিলেন না। ভেবেছিলেন হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আর সেটা হয়নি।শুধু মানসিক নয়, বিচ্ছেদের সময় তাকে অর্থনৈতিক দিক থেকেও সংকটের মুখোমুখি হতে হয়েছে। 

মিথিলা জানান, সে সময় তার নিজের গাড়িও ছিল না, যেটা তার এবং সন্তানের অভ্যাসে ছিল। শ্বশুরবাড়িতে থেকে সে অনেক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতেন। ২৩ বছর বয়স থেকে সে একটা নির্দিষ্ট রুটিনে অভ্যস্ত ছিলেন। কিন্তু হঠাৎ করেই জীবনের হিসেব-নিকেশ পাল্টে গেল। তখন চাকরি করতাম, বছরে এক-দুইটা কাজ করতাম। কিন্তু জীবন চালানোর জন্য যে ধরনের আর্থিক ভিত্তি দরকার, সেটা তখন ছিল না।

মিথিলা আরও জানান, তার বিশ্বাস নারীদের জন্য অর্থনৈতিক স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেয়েদের জন্য নিজের জায়গাটা তৈরি করাও খুব জরুরি। বিয়ের পরেও সে পড়াশোনা চালিয়ে গেছে, চাকরি করেছে। কিন্তু তখন এতটা সচ্ছলতা ছিল না, যাতে একা সিদ্ধান্ত নিতে পারে বা সন্তান মানুষ করতে পারে। সেটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।

উল্লেখ্য,২০১৭ সালে তাহসান ও মিথিলা যৌথভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। পোস্টে তারা লেখেন, আমরা বুঝতে পেরেছি, জীবনের লক্ষ্য ও চাহিদা দুই জনের আলাদা হয়ে গেছে।

সে সময় তাহসান বলেন, সমাজ কি বলবে এই ভয়ে সারা জীবন মিথ্যা অভিনয় করে বেঁচে থাকার পক্ষে তারা নন।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন