অর্থনীতি

ব্যাংকে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে : অর্থ উপদেষ্টা

ফাইল ছবি

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যারা ব্যাংকে টাকা জমা রেখেছে, তাদের টাকা ফেরত দেওয়া হবেএ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে সময় লাগতে পারে, কারণ অনেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। পৃথিবীর কোনো উন্নত দেশেও এ ধরনের ঘটনা সহজে দেখা যায় না।

শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

ইসলামী ব্যাংকের প্রসঙ্গ টেনে অর্থ উপদেষ্টা বলেন, এই ব্যাংকে এখন ধীরে ধীরে আস্থা ফিরে আসছেব্যাংকিং খাতের সংস্কারে সরকার ব্যাংক রেজুলেশন অ্যাক্টপ্রণয়ন করেছে, যার মূল উদ্দেশ্য হলো আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি বলেন, সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানোর বিষয়টি খুবই সংবেদনশীল এবং এর সঙ্গে দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও তারল্য সরাসরি সম্পৃক্ত। যদি মুনাফা বাড়িয়ে দিই, তাহলে সবাই সঞ্চয়পত্র কিনবে, আর ব্যাংকে টাকা রাখবে না। তখন ব্যাংকগুলো টাকা পাবে কোথা থেকে?

তিনি আরও বলেন, দেশের খারাপ অবস্থানে থাকা ব্যাংকগুলোকে ঘুরে দাঁড় করাতে বাংলাদেশ ব্যাংক সক্রিয়ভাবে পুনর্বাসনের কাজ করছে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন