টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮, নিখোঁজ ৪১
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে পৌঁছেছে এবং ৪১ জন এখনও নিখোঁজ রয়েছেন। গেল শুক্রবার (০৪ জুলাই) স্যান অ্যান্টনিও শহরে প্রবল বৃষ্টিপাতের কারণে গুয়াদালুপ নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়, যা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, বিশেষত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আরও ঝড়ের সম্ভাবনা রয়েছে, যা উদ্ধারকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন, তবে তাদের কাজের পথে বিষধর সাপের উপদ্রবও বাধা হয়ে দাঁড়িয়েছে।
কের কাউন্টির গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক প্লাবিত হয়ে ৬৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৮ জন শিশু রয়েছে। ওই ক্যাম্প থেকে ১০টি মেয়ে এবং ১ জন তত্ত্বাবধায়ক এখনও নিখোঁজ। এছাড়া, কের কাউন্টির মৃতদের মধ্যে ১৮ জন প্রাপ্তবয়স্ক এবং ১০টি শিশুর পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
শুক্রবার ভোরে মাত্র ৪৫ মিনিটের মধ্যে নদীর পানি ২৬ ফুট (৮ মিটার) বেড়ে যায়, যা ক্যাম্প মিস্টিকের প্রায় ৭৫০ জন শিশুকে বিপদে ফেলেছিল। বন্যার কারণে সড়ক, গাছপালা এবং গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রোববার (০৬ জুলাই) এক বিবৃতিতে বলেন,‘আমরা কোনোক্রমেই পিছপা হবো না এবং প্রতিটি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কের কাউন্টির জন্য ‘বড় দুর্যোগ পরিস্থিতি’ ঘোষণা করেছেন এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) কে কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা ও আশ্রয়ের ব্যবস্থা করে তাদের পাশে দাঁড়িয়েছেন।
এসকে//