দেশজুড়ে

‘তুই আওয়ামী লীগ করিস’ বলেই ২০ লাখ টাকা চাঁদা দাবি

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পশ্চিম মণিপুর পাড়ায় সিরাজুল ইসলাম (৫৬) নামের এক ব্যক্তির বাসায় চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার চারজন হলেন মিরপুর থানা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান ওরফে মিন্টু (৩৫) এবং যুগ্ম আহ্বায়ক তাবিত আহমেদ আনোয়ার ওরফে আনোয়ার হোসেন তাবিত (৩৫),মিরপুরের একটি ওয়ার্ডের যুবদলের কর্মী  মো. রতন মিয়া (৩৪) ও মিরপুর থানা ছাত্রদলের কর্মী মো. ইসমাইল হোসেন (২৪)।

সোমবার (৭ জুলাই) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ রোমন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাতপরিচয় ৮-১০ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,  রোববার রাত ১০টার দিকে  আসামিরা বাসার প্রধান ফটকে এসে কলিংবেল বাজাতে থাকেন। এ সময় পরিচয় জেনে দরজা খুলে দিলে তাঁরা বাসায় ঢুকে সিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রীকে জিম্মি করেন। তাঁরা সিরাজুল ইসলামকে তুই আওয়ামী লীগ করিস, আওয়ামী ফ্যাসিস্টের লোক, তোরে পুলিশ দিয়ে ধরাইয়া দেব' বলে ভয়ভীতি দেখান। তাঁরা সিরাজুলের কাছে ২০ লাখ টাকা চাঁদা চান। চাঁদা দেওয়া না হলে সিরাজুল ও তাঁর স্ত্রীকে প্রাণে শেষ করে দেবেন বলে ভয়ভীতি দেখান ও হুমকি দেন আসামিরা।

ভুক্তভোগীরা প্রাণ বাঁচাতে তাঁদের কাছে থাকা ২০ হাজার টাকা আসামিদের হাতে তুলে দেন। এ সময় আসামিরা বাকি টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। এ দম্পতি তখন উপায়ান্ত না দেখে ওই বাড়ির চতুর্থ তলার বাসিন্দার কাছ থেকে তিন লাখ টাকা ঋণ নেন। কিন্তু ওই টাকা পেয়েও আসামিরা বাকি টাকার জন্য চাপ দিতে থাকেন।

পরে সিরাজুল তাঁর মোবাইল ব্যাংকিংয়ে থাকা ৩০ হাজার টাকা আসামিদের দিয়ে দেন। এতে তাঁরা শান্ত না হয়ে আরও টাকা চান। একপর্যায়ে সিরাজুল ও তাঁর স্ত্রী তাঁদের ছেলেমেয়ের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেড় লাখ টাকা এনে তাঁদের হাতে তুলে দেন।

রাত তিনটার দিকে আসামিরা পাঁচ লাখ টাকা নিয়ে বের হচ্ছিলেন। এরই মধ্যে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আসামিরা এদিকসেদিক দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ ও র‍্যাব চার আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অন্যরা পালিয়ে যান।

প্রসঙ্গত, সিরাজুল ইসলাম এক সময়ে শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন