আন্তর্জাতিক

খাবার চুরি ঠেকাতে অফিসে তালাবন্ধ ফ্রিজ !

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি অফিসে কর্মরত এক ব্যক্তি প্রতিদিনই বাড়ি থেকে নিজের জন্য খাবার তৈরি করে অফিসে নিয়ে যেতেন।  কিন্তু দুঃখজনকভাবে বারবার তিনি লক্ষ্য করেন, তার টিফিন বক্সের খাবার চুরি হয়ে যাচ্ছে।  এক-দুইবার নয়,পুরো এক মাসে অন্তত পাঁচবার এমন ঘটনা ঘটেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একটি পোস্ট করেন ওই ব্যক্তি।  সেখানে তিনি লেখেন, গেল এক মাসে পাঁচবার আমার লাঞ্চ চুরি হয়েছে।  প্রতিদিন রান্না করে খাবার আনতাম আর খাওয়ার সময় দেখি সেটা উধাও! বিষয়টা শুধু হতাশাজনকই নয়, এটা ব্যয়বহুলও।  এতে পুরো দিনের মুড খারাপ হয়ে যেত।

ওই কর্মী আরও জানান, অফিসে একটি সাধারণ ফ্রিজ থাকলেও সেটি সবার ব্যবহারের জন্য খোলা ছিল।  ফলে খাবার নিরাপদে রাখা সম্ভব হচ্ছিল না।  বারবার খাবার চুরির ঘটনায় তিনি এতটাই ক্ষুব্ধ হয়ে পড়েন যে, প্রথমে অফিসের গ্রুপ চ্যাটে সহকর্মীদের উদ্দেশ্যে অনুরোধ জানান।  কেউ যেন তার খাবারে হাত না দেন।  কিন্তু সেই কথায় কোনও কাজ হয়নি চুরি চলতেই থাকে।

পরিস্থিতি থেকে মুক্তি পেতে অবশেষে অভিনব এক সিদ্ধান্ত নেন তিনি।  নিজেই একটি ছোট ফ্রিজ কিনে আনেন এবং সেটি নিজের ডেস্কের নিচে রেখে তালাবন্ধ করে রাখেন।  এরপর থেকে তার খাবার আর চুরি হয়নি। তবে এই ব্যবস্থা নেয়ার পর অফিসে সবাই বিষয়টি ভালোভাবে নেয়নি।  এক সহকর্মী তার এই পদক্ষেপকে ‘উদ্ভট ও স্বার্থপর’ বলে মন্তব্য করেন এবং এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটিও হয়।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন