অর্থনীতি

বাজারে নতুন ব্যাটারি আনলো ওয়ালটন

ছবি: সংগৃহীত

এবার গাড়ির ব্যাটারির বাজারে এনেছে নতুন চমক দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ওয়ালটন। প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান ওয়ালটন মাইক্রো-টেক কর্পোরেশন চালু করেছে ব্যাটারির নতুন একটি সিরিজ গ্রাভিটন। এই সিরিজের সাতটি মডেল এখন থেকে দেশের বাজারে পাওয়া যাবে।

সম্প্রতি ঢাকার বসুন্ধরায় ওয়ালটনের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যাটারিগুলোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিয়ের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক জাকিয়া সুলতানা, ওয়ালটন মাইক্রো-টেক কর্পোরেশনের সিইও নিশাত তাসনিমসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন ব্যাটারিগুলোর মডেল হলো:গ্রাভিটন এন৫০জেড, এন৫০জেডএল, এনএস৪০জেডএল, এনএস৬০এল, এনএস৭০, এএক্স১২০-৭ এবং এনএক্স১২০-৭ এল। 

অনুষ্ঠানে ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম গণমাধ্যমে বলেন, ইলেকট্রনিক পণ্যে দেশীয় প্রযুক্তির জয়যাত্রা শুরু করেছে ওয়ালটন। এবার গাড়ির ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ খাতেও তারা নিজেদের অবস্থান তৈরি করেছেন। এই নতুন ব্যাটারি সিরিজ তাদের গবেষণা, উৎপাদন আর গ্রাহকসেবার প্রতিফলন।

তিনি আরও জানান, ভবিষ্যতে ওয়ালটনের পরিকল্পনায় রয়েছে লো-মেইনটেন্যান্স ব্যাটারি, কমার্শিয়াল গাড়ির ব্যাটারি, সোলার ব্যাটারি এবং আইপিএস ব্যাটারি বাজারে আনার উদ্যোগ।

ওয়ালটন মাইক্রো-টেক কর্পোরেশনের সিইও নিশাত তাসনিম জানান,বাংলাদেশে প্রতিবছর প্রায় পাঁচ লাখ গাড়ির ব্যাটারির চাহিদা রয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩০০ কোটি টাকা। এই বিশাল বাজারে দেশীয় পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে।

উল্লেখ্য,ব্যাটারিগুলো প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশায় ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। দাম রাখা হয়েছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই ৮ হাজার ৬৫০ টাকা থেকে শুরু করে ১৫ হাজার ৬০০ টাকার মধ্যে। সারা দেশের ওয়ালটনের পরিবেশক ও সরবরাহকারীদের দোকানে এসব ব্যাটারি পাওয়া যাবে ।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন