ফুটবল

ব্রাজিলিয়ানের গোলে বিদায় ব্রাজিলের ক্লাব

ফ্লুমিনেন্সেই ফুটবলের হাতে খড়ি হয়েছিলো জোয়াও পেদ্রোর।  ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাবটির অংশ ছিলেন তিনি।  মাত্র সাত দিন আগে তিনি নাম লিখিয়েছিলেন চেলসিতে।  

নিয়তি তাঁকে ইংলিশ ক্লাবটির হয়ে প্রথমার শুরুর একাদশে মাঠে নামালো নিজের শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষেই।  আর নেমেই করলেন দৃষ্টিনন্দন দুটি গোল।  মঙ্গলবার রাতে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদেরই সাবেক ফুটবলারের জোড়া গোলে বিদায়ও নিতে হলো ফ্লুমিনেন্সকে। 

গোল দুটি করে অবশ্য কোন উদযাপন করেননি পেদ্রো।  বরং হাত উঁচিয়ে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন। 

অন্যদিকে ফ্লুমিনেন্সের অধিনায়ক থিয়াগো সিলভাও খেলতে নেমেছিলেন তার সাবেক ক্লাব চেলসির বিপক্ষেই। ইংলিশ ক্লাবটিতে থাকাকালীন চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপের ট্রফি এনে দিয়েছিলেন। তাই চেলসির ভক্তরাও হয়তো এখনো ভুলতে পারেনি ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারকে। সিলভার নাম খচিত চেলসির জার্সি পরে এক ভক্ত মাঠে এসেছিলেন খেলা দেখতে। 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন