আন্তর্জাতিক

রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

ভারতের রাজস্থানে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার ট্রেনার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।  বুধবার (০৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চুরু জেলার রতনগড় তেহসিলের ভাবানা বাদাভানে গ্রামসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  এতে বিমানে থাকা দুই পাইলটই প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় বিমানবাহিনী।

ভারতীয় বিমানবাহিনী এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জানায়, প্রশিক্ষণের অংশ হিসেবে আকাশে ওড়ার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।  বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দুজন পাইলট মারাত্মকভাবে আহত হন এবং পরে তাদের মৃত্যু হয়

চুরু জেলার পুলিশ সুপার জয় যাদব জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়।  তবে পাইলটদের আর বাঁচানো সম্ভব হয়নি

জাগুয়ার মডেলের যুদ্ধবিমান দুর্ঘটনা এটিই প্রথম দুর্ঘটনা নয়  গেল ২০২৪ সালের এপ্রিল মাসে গুজরাটের জামনগরের সুভর্দা গ্রামে একটি জাগুয়ার প্রশিক্ষণ বিমান খোলা মাঠে পড়ে যায়।  সে সময়ও একজন পাইলট নিহত হন  তাছাড়া মার্চেহরিয়ানার আম্বালা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর আরেকটি জাগুয়ার বিমান বিধ্বস্ত হয়।  একই দিনে পশ্চিমবঙ্গের বাগডোগরায় এএন-৩২ মডেলের একটি পরিবহন বিমান জরুরি অবতরণ করে।  তবে ওই দুই ঘটনায় পাইলটরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন

বিমান বাহিনী জানিয়েছে, আম্বালার ঘটনায় জাগুয়ারের প্রযুক্তিগত ত্রুটির কথাই উঠে এসেছে প্রাথমিক তদন্তে। তবে এএন–৩২ বিমানের জরুরি অবতরণের প্রকৃত কারণ এখনও প্রকাশ করা হয়নি

জাগুয়ার যুদ্ধবিমান ভারতের আকাশ প্রতিরক্ষায় দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে।  তবে সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ঘটনা বিমানে আধুনিক যন্ত্রাংশে রূপান্তর ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই ঝুঁকির সৃষ্টি হয়েছে বলে জানা যায়।  

চুরুর সর্বশেষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবাহিনী ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানানো হয়েছে

এসকে//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন