আন্তর্জাতিক

পণ্যবাহী জাহাজে হুতিদের ভয়াবহ হামলায় নিহত ৪, নিখোঁজ ১৫

ছবি: এপি

লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। এতে প্রাণ হারিয়েছেন চারজন। এখনো খোঁজ মেলেনি ১৫ জনের। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানায়, ওই জাহাজ থেকে ছয়জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (০৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে মোট ২৫ জন ছিলেন। তাদের মধ্যে চারজন হামলায় প্রাণ হারিয়েছেন। ছয়জনকে উদ্ধার করা গেলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।

হুতি যোদ্ধাদের দাবি, ‘এটারনিটি সি’ নামের গ্রিসের মালিকানাধীন ওই জাহাজে ক্ষেপণাস্ত্র ও একটি ছোট নৌযানের মাধ্যমে হামলা চালানো হয়। হামলার কারণ হিসেবে তারা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতির কথা জানিয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘জাহাজটি ইসরাইলের দিকে যাচ্ছিল, সে কারণেই হামলা চালানো হয়।’ হামলার পর কিছু নাবিককে তারা উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়েছে এবং নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বলেও দাবি করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের সামুদ্রিক নিরাপত্তা অভিযানের আওতায় পরিচালিত অপারেশন অ্যাসপাইডস জানায়, হামলার সময় জাহাজটিতে ২২ জন নাবিক এবং তিনজন নিরাপত্তাকর্মী ছিলেন। উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ফিলিপাইনের এবং একজন ভারতের নাগরিক।

ব্রিটিশ সামরিক বাহিনীর পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানায়, হামলায় জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে সেটি ডুবে যায় ইয়েমেনের হোদেইদাহ বন্দরের কাছে, যা হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকা।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন