এসএসিতে পাশের হার ও জিপিএ কমেছে
মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার জিপিএ ৫ ও পাশের হার দুটোই কমেছে। এবছর পাশের হার ৬৮ দশমিক ৪৫। গত বছর পাশের হার ছিল ৮৩ দশমিক শূন্য চার। সে হিসাবে এ বছর পাশ কমেছে ১৫ শতাংশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এ ফল প্রকাশ করে।
প্রকাশিত ফল অনুযায়ী, এবছর জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী। গত বছর জিপিএ ৫ পেয়েছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন। গতবারের চেয়ে এবার জিপিএ ৫ কমেছে ৪২০৯৭।
এবার ফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ড গুলো আলাদা আলাদা ভাবে ফল প্রকাশ করছে।
গত বুধবার শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছিলেন, এবারের ফলাফলে শিক্ষার্থীরা তাদের মেধার যথাযথ মূল্যায়ন দেখতে পাবে। অর্থাৎ তারা যেভাবে পরীক্ষা দিয়েছে, প্রকৃত মূল্যায়নে সেই ফলাফল তাদের হাতে পৌঁছানো হবে। ফুলিয়ে ফাঁপিয়ে অতীতের মতো রেজাল্ট আর দেওয়া হবে না।
প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডে অংশ নেয় ১৯ লাখ ৪ হাজার ৮৬জন শিক্ষার্থী।
আই/এ