পাঁচ লাখেরও বেশি আফগানকে বিতাড়িত করেছে ইরান
ইরান গেল ১৬ দিনে পাঁচ লাখেরও বেশি আফগান নাগরিককে বিতাড়িত করেছে,যা জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) নিশ্চিত করেছে।
ইরান দীর্ঘদিন ধরে ঘোষণা দিয়ে আসছিল যে, তারা অবৈধভাবে বসবাসরত লাখ লাখ আফগানকে দেশের বাইরে পাঠাবে। ২৪ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত মোট ৫ লাখ ৮ হাজার ৪২৬ আফগান ইরান ছেড়ে আফগানিস্তানে ফিরে গেছে।
সিএনএন-এর তথ্য অনুযায়ী, গেল বুধবার (০৯ জুলাই) একদিনেই ৩৩ হাজার ৯৫৬ জন আফগান ইরান ত্যাগ করেছেন, মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩০ হাজার ৬৩৫ এবং শুক্রবার সর্বোচ্চ ৫১ হাজার আফগান ইরান ছাড়েন। এই প্রক্রিয়ায় নথিহীন আফগানদের জন্য ফেরত পাঠানোর সময়সীমা আগামী রোববার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এদিকে বিতাড়নের সময় আফগানরা অভিযোগ করেছেন, ইরানি পুলিশ তাদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে।
২০ বছর বয়সী এক যুবক বশির বলেন, তেহরানের পুলিশ প্রথমে ২০০ ডলার নিয়ে তারপর আমাকে একটি বন্দিশালায় পাঠায়। সেখানে দুই রাত থাকতে হয়েছে এবং আরও ৫০ ডলার দিতে হয়েছে। বন্দিশালায় কোনও খাবার বা পানি দেওয়া হয়নি, এবং সেখানে প্রায় ২০০ জন ছিল, যারা আমাদের মারধর করত ও দুর্ব্যবহার করত।
অন্যদিকে, আফগানরা আরও অভিযোগ করেছেন, ইরানি সীমান্ত গার্ডদের কাছেও তারা হেনস্থার শিকার হচ্ছেন। অনেকের মতে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করা হয়েছে এবং ফেরত পাঠানো হয়েছে।
এছাড়া ইরানে বসবাসরত আফগানরা অভিযোগ করেছেন যে, দেশটির মিডিয়াতে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যার ফলে তারা রাস্তায় এবং বাজারে অপমানিত হতে হচ্ছে এবং কখনো কখনো "ইসরাইলি গুপ্তচর" হিসেবে চিহ্নিত হচ্ছেন।
সূত্র : সিএনএনের
এসকে//