পুতুলকে সরিয়ে যাকে দায়িত্ব দিলো ডব্লিউএইচও
দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ডব্লিউএইচও মহাপরিচালক ড. তেড্রোস আধানম এক ই-মেইল বার্তায় জানান, শুক্রবার (১১ জুলাই) থেকে সায়মার ছুটি কার্যকর হয়েছে। তার অনুপস্থিতিতে সংস্থার সহকারী মহাপরিচালক ডা. ক্যাথরিনা বোহমি দায়িত্ব পালন করবেন। তিনি ১৫ জুলাই ভারতের নয়াদিল্লি অফিসে যোগ দেবেন।
ডা. ক্যাথারিনা বোহেম একজন জার্মান চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, যিনি বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নতুন রোগ নির্ণয় পদ্ধতি উদ্ভাবনে কাজ করে এমন একটি আন্তর্জাতিক সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তার নেতৃত্বে যক্ষ্মা, ম্যালেরিয়া ও করোনা রোগের সহজ ও সাশ্রয়ী পরীক্ষা-পদ্ধতির উন্নয়ন ঘটেছে, যা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি বিশ্বজুড়ে স্বাস্থ্যগত ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এদিকে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে গত মার্চে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে দুটি মামলা করে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। হেলথ পলিসি ওয়াচের বরাতে জানা যায়, মামলাগুলোর তদন্তের প্রেক্ষিতেই তাকে ছুটিতে পাঠানোর পদক্ষেপ নেয় ডব্লিউএইচও।
উল্লেখ্য, সায়মা ওয়াজেদ গেল বছরের শুরুতে আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে তার মনোনয়ন প্রক্রিয়া শুরু থেকেই নানা প্রশ্নের মুখে পড়ে এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগও উঠেছিল।
এমএ//