টেক্সাসে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮,পরিদর্শনে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য টানা ভারি বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। নদীর পানি উপচে প্লাবিত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, সড়ক ও সামার ক্যাম্প। প্রবল স্রোতে ভেসে গেছে মানুষ, শিশু ও যানবাহন। এই দুর্যোগে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২৮ জন এবং নিখোঁজ হয়েছেন ১৭০ জন।
শনিবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা কের কাউন্টি। সেখানকার জয়েন্ট ইনফরমেশন সেন্টার জানিয়েছে, ওই কাউন্টিতেই মৃত্যু হয়েছে ১০৩ জনের। নিহতদের মধ্যে ৬৭ জন প্রাপ্তবয়স্ক এবং ৩৬ জন শিশু।
দুর্যোগের ভয়াবহতা দেখতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। পরিস্থিতি পর্যালোচনায় তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নেন।
এদিকে নিখোঁজদের সন্ধানে গুয়াদালুপে নদীর প্রায় ৩০ মাইলজুড়ে উদ্ধার অভিযান চলছে। পানির স্রোত ও ধ্বংসাবশেষের মধ্য দিয়ে দিনরাত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবী দল।
এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবীদের প্রশংসা করেন এবং নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।
এসকে//