প্রকাশ্যে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাথর ছুঁড়ে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে রাজপথে নেমেছে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা। এসময় পথে পথে গর্জে ওঠে শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠ—অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়।
শনিবার (১২ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিট। কলেজের মূল ফটক থেকে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিলটি শেষ হয় বাজার স্টেশন এলাকায়।
মিছিলে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী বলছেন, এ দেশ আর সন্ত্রাসীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। একের পর এক সহিংসতা, বিচারহীনতা ও চাঁদাবাজির মতো ঘটনার প্রতিবাদে এই অবস্থান নেয়া জরুরি ছিল। তাদের ভাষায়, নিন্দা নয়, এখন দরকার প্রতিরোধ।
এই মিছিলের সামনের সারিতে থাকা শিক্ষার্থী মুনতাসির হাসান মেহেদী বলেন, “এটা শুধু একটা হত্যাকাণ্ড নয়—এটা আমাদের বিবেকের ওপর আঘাত। এই দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আমরা চাই একটি নিরাপদ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, যেখানে অন্যায়কারীরা শাস্তি পাবে।”
আরেক শিক্ষার্থী জুবায়ের আল ইসলাম সেজান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সাধারণ মানুষ নিরাপদে ঘুমোতে পারবে। যেখানে কাউকে পাথর মেরে মারা হবে না, আর কেউ গা বাঁচিয়ে পালিয়ে যাবে না। এই বিক্ষোভ শুধু শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ নয় এটা হল সতর্কবার্তা। সাধারণ মানুষ, দোকানদার, পথচারীরাও থমকে দাঁড়ায় ছাত্রদের মিছিলে। অনেকেই সপ্রশংস দৃষ্টিতে দেখেন এই সাহসী দাঁড়িয়ে যাওয়াকে। কেউ বলেন, "আজকের এই প্রতিবাদ আগামীর বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে শিখাবে।"
আই/এ