আন্তর্জাতিক

বাংলায় কথা বললেই সে ‘বাংলাদেশি’ নয়: মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত এলাকায় বাংলাভাষীদের ‘হেনস্তা’ করা হচ্ছে। দিল্লির বসন্তকুঞ্জের জয়হিন্দ কলোনিতে বাংলাভাষী পরিবারগুলো টার্গেট হচ্ছেন বলে তিনি জানান।

তিনি বলেন, বাংলাভাষী হওয়াকে কেন্দ্র করে তাদেরকে ‘বাংলাদেশি’ বলে তকমা দেওয়া হচ্ছে এবং পানির মতো মৌলিক সেবা থেকে তাদের বঞ্চিত করার চেষ্টা চলছে। পাশাপাশি ওই এলাকার বাংলাভাষীদের উচ্ছেদেরও চেষ্টার খবর পাওয়া যাচ্ছে।

ভারতের রাজধানী দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি ভাবা উচিত নয়।’

তিনি আরো অভিযোগ করেন, দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের বিরুদ্ধে এ ধরনের কুপ্রবৃত্তি বাড়ছে।

 

মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই অভিযোগ তুলে বাংলাভাষীদের প্রতি রাজনৈতিক ও সামাজিক সহনশীলতার আহ্বান জানিয়ে আসছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন