মসজিদের খতিবকে কোপানোর ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নুর রহমানকে (৬৮) কুপিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত বিল্লালকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে ভুক্তভোগীর ছেলে আফনান তাকি বাদী হয়ে অভিযুক্ত মো. বিল্লাল হোসেনের (৫০) নাম উল্লেখ করে মামলাটি করেন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে বাদী উল্লেখ করেন, প্রতি শুক্রবার জুমার নামাজের আগে খুতবা হিসেবে তাঁর বাবার দেওয়া বক্তব্য নিয়ে আসামির আক্রোশ। প্রতি শুক্রবারের মতো গতকাল দেড়টার দিকে তাঁর বাবা বাংলায় বয়ান করলে আসামির পছন্দ না হওয়ায় হঠাৎ দাঁড়িয়ে তিনি কিছু বলার চেষ্টা করেন। কিন্তু উপস্থিত মুসল্লিরা তাঁকে কথা বলার সুযোগ না দিলে পূর্বপরিকল্পিতভাবে জায়নামাজের মধ্যে লুকিয়ে রাখা একটি ধারালো চাপাতি নিয়ে মসজিদে প্রবেশ করেন।
নামাজ শেষে অধিকাংশ মুসল্লি মসজিদ থেকে বের হলে বেলা ১টা ৫৫ মিনিটের দিকে ধারালো চাপাতি দিয়ে তাঁর বাবাকে হত্যার উদ্দেশ্যে ঘাড়ে কোপ মারেন। কিন্তু কোপ লক্ষ্যভ্রষ্ট হয়ে ডান কানসহ কানের পেছনে ঘাড়ের ডান পাশে লেগে গুরুতর জখম হন। এতে ১৫টি সেলাই দিতে হয়।
এজাহারে আরও বলা হয়, হামলার পর তাঁর বাবার চিৎকারে অন্য মুসল্লিরা এগিয়ে গিয়ে আসামিকে অস্ত্রসহ আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়। মসজিদের নিয়মিত ইমামসহ অন্য মুসল্লিরা তাঁর বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে মুমূর্ষু অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
আহত খতিবের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে তার পরিবার জানিয়েছে।
আই/এ