অল্পের জন্য বাঁচলেন ইরানি প্রেসিডেন্ট!
ইসরাইলি হামলায় আহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান। রোববার খবরটি নিশ্চিত করেছে দেশটির শক্তিশালী রেভ্যুলশনারী গার্ড কর্পস, আইআরজিসি পরিচালিত পত্রিকা ফারস নিউজ এজেন্সি।
গেলো ১৩ জুন মাসে ইরানে অতর্কিত হামলা চালায় ইসরাইল। সংঘাত চলাকালে ১৬ জুন পশ্চিম তেহরানের এক ভবনে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক চলছিলো। সেখানে উপস্থিত ছিলেন মাসুদ পেজেসকিয়ান। ওই বৈঠকে বিমান হামলা করে ইসরাইল। এতে প্রেসিডেন্ট পেজেসকিয়ান পায়ে আঘাত পান।
ইরানি প্রেসিডেন্ট ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন পার্লামেন্টের স্পীকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ ও প্রধান বিচারপতি মহসেনি এজেই।
ওই দিন অন্তত ছয়টি বোমা ও মিসাইল দিয়ে ভবনের প্রবেশ ও বাহির পথে হামলা করে ইসরাইল। বিস্ফোরণের কারণে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ইমার্জেন্সি গেইট দিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানসহ বাকি কর্মকর্তারা নিরাপদে বের হয়ে যান।
অন্যদিকে ওই গোপন বৈঠক সময় ও স্থান ইসরাইল কীভাবে জানতে পেলো, তা নিয়ে তদন্ত করছে ইরান। ধারণা করা হচ্ছে, ইরানের ভিতর থেকে ইসরাইলকে গোপন বৈঠকের খবর কেউ আগেই পৌঁছে দিয়েছিলো।
এনএস/