বাংলাদেশ

ডেঙ্গুতে এক'জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ৪২০

ছবি: সংগৃহীত

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের আরও এক ব্যক্তি মারা গেছেন। এ সময় আরও ৪২০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সবশেষ রোববার (১৩ জুলাই) পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৪,৮৮০ জন। যার মধ্যে ৫৯% পুরুষ এবং ৪১% নারী।  চলতি বছরে ডেঙ্গুতে ৫৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গেল ২৪ ঘণ্টায় ৪৮১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালে চিকিৎসা শেষে মোট ১৩,৫৮৪ জন ডেঙ্গু রোগী বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, গেল বছর ২০২৩ এ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং এক হাজার ৭০৫ জন মারা গেছে। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন