দেশজুড়ে

আজ বিকেল ৫টার পর ঢাবি স্টেশনে থামবে না মেট্রোরেল

ছবি: সংগৃহীত

‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ’ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টা থেকে মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামবে না।  অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়ির আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানিয়েছে, বিশ্ববিদ্যালয় এলাকায় অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি থাকবে বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে।  তবে সিদ্ধান্তটি শুধু আজকের জন্যই প্রযোজ্য।

ডিএমটিসিএল সূত্র জানায়, এর আগেও বিশেষ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত ভিড়ের আশঙ্কায় একই ধরনের পদক্ষেপ নেয়া হয়েছিল।

উল্লেখ্য, মেট্রোরেলের সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে মতিঝিল থেকে ছাড়বে।  অন্যান্য সব স্টেশন যথারীতি খোলা থাকবে এবং নির্ধারিত সময়সূচী অনুযায়ী ট্রেন চলাচল করবে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন