দশ বছরের গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর রমনা থানাধীন ওয়াইসিসি আবাসিক এলাকার ইস্পাহানি কলোনির একটি ফ্ল্যাট থেকে ১০ বছর বয়সী এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত গৃহকর্মীর নাম মোছা. সুফিয়া আক্তার। সে সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মো. জামাল উদ্দিনের মেয়ে।
সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে পুলিশ গৃহকর্মী সুফিয়ার মরদেহ উদ্ধার করে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, নিহত সুফিয়া প্রায় আট মাস ধরে ওই বাসায় কাজ করছিলেন। বাসার মালিক চিকিৎসক সাইফুর রহমান খান নাঈম পরিবারসহ গত রোববার কক্সবাজারে বেড়াতে গেলে বাসায় শুধু সুফিয়াসহ তিনজন গৃহকর্মী ও বাসার ড্রাইভার ছিলেন।
তিনি জানান, সকালবেলা একটি গৃহকর্মী বাথরুমে যেতে গিয়ে দরজা বন্ধ পায়। দরজা খোলার চেষ্টা করেও সাড়া না পেয়ে জানালার কাচ ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে সুফিয়া ঝুলে আছেন।
তিনি আরও জানান, সুফিয়ার মরদেহ বাসার নবম তলার বাথরুমে ঝরনার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলানো অবস্থায় পাওয়া গেছে।
পুলিশ প্রাথমিকভাবে এই ঘটনা আত্মহত্যা হিসেবে ধারণা করছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।
এসি//