অর্থনীতি

আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা হবে : অর্থ উপদেষ্টা

ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত দেশি-বিদেশি সব চুক্তি পর্যালোচনায় হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন

উপদেষ্টা বলেন,  ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট খাতে অনেকগুলো বিদেশি কোম্পানিও আছে। তাদের চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে। এ জন্য আলাপ-আলোচনা করে আমরা এটা করব। এ জন্য আইনি সহায়তা দরকার। সেটা করার জন্য আমরা একটা প্রস্তাব অনুমোদন করেছি। এখানে আইনি ব্যাপার আছে। একতরফা ভাবে এটি করা যাবে না

তিনি বলেন, জ্বালানি চাহিদা পূরণে আগামী আগস্ট মাসের জন্য এক কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির। কাতার এনার্জি ট্রেডিং থেকে এ এলএনজি কিনতে ব্যয় ধরা হয়েছে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা।

জানা যায়,  পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসারে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এই এলএনজি আমদানি করা হচ্ছে। আগামী ৪-৫ আগস্ট ২০২৫ এর মধ্যে ৩৩তম কার্গোটি সরবরাহ করা হবে।

পেট্রোবাংলার মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) অনুসারে চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানকে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তিনটিই কারিগরি ও আর্থিকভাবে উপযুক্ত বিবেচিত হয়।

মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান কাতার এনার্জি ট্রেডিং এলএলসি, কাতারএক কার্গো এলএনজি সরবরাহের অনুমোদন পায়। প্রতি এমএমবিটিইউ গ্যাসের মূল্য ধরা হয়েছে ১৩.২৪ মার্কিন ডলার। মোট ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন