সারাদেশে ব্লকেডের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা শেষে ফেরার পথে ওপর দফায় দফায় হামলার ঘটনায় সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।
পোস্টে জানানো হয় গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদেরকে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল সহ সর্বস্তরের ছাত্রজনতাকে সাথে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।
প্রসঙ্গত, গোপালগঞ্জের পৌরপার্ক এলাকায় অনুষ্ঠিত এনসিপির সমাবেশ শেষে পদযাত্রা চলাকালে হঠাৎ করে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে তারা মিছিলসহ মঞ্চে উঠে পড়ে এবং ভাঙচুর চালায়।
সহিংসতা থামাতে পুলিশ বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে ছাত্রলীগের কর্মীরা এনসিপির গাড়িবহরের দিকে ইটপাটকেল ছুড়ে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তারা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এছাড়া গোপালগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এমএ//