আন্তর্জাতিক

ইসরাইলের সামরিক স্থাপনায় ড্রোন হামলা

ইসরাইলে সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা হুতি। গাজায় ইসরাইলের চলমান নৃশংসতা এবং গণহত্যার প্রতিশোধ নিতে ওই হামলা  চালানো হয়েছে।

বিবৃতিতে এমন দাবি করেছে হুতি গোষ্ঠী। বুধবার (১৬ জুলাই) ইরানের  সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।      

হুতির মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, তিনটি ড্রোন দিয়ে ইসরাইলের নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনা ও উম্মে আল-রাশরাশ বন্দরে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, হুতির ড্রোন হামলা সফলভাবে ঠেকানোর দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।    

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন