গোপালগঞ্জে ফের কারফিউ জারি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার পর গোপালগঞ্জ জেলায় জারি করা কারফিয়ের সময়সীমা বাড়ানো হয়েছে। গতকাল জারি করা কারফিউয়ের মেয়াদ আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) বেলা ১২টা পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছে সরকার।
বেলা ১২টা থেকে ২ ঘণ্টা শিথিল থাকার পর পুনরার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান এ আদেশ দেন।
আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না-দেয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত চলমান কারফিউর সময়সীমা বাড়ানো হলো। এছাড়া দুই ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্ফিউ জারি করা হলো।
এর আগে গতকাল গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরে রাত ৮টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।
এমএ//