জাতীয়

গোপালগঞ্জে সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় রমজান মুন্সী (৩২) নামের গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এই সংঘর্ষে মোট ৫ জনের মৃত্যু হলো। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনগত রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। এছাড়া গুলিবিদ্ধ সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০) নামে আরও দুজন বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে, গেল বুধবার ঘটনার দিনই চারজন নিহত হন। তারা হলেন- মোবাইল ফোনের যন্ত্রাংশের দোকানি সোহেল মোল্লা (৩৫), পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহা (২৫), সিরামিক পণ্যের দোকান কর্মচারী ইমন তালুকদার (১৭) ও রাজমিস্ত্রির সহযোগী রমজান কাজী (১৮)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, গোপালগঞ্জ সদর এলাকা থেকে নিয়ে আসা রমজান মুন্সী নামের এক যুবক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

প্রসঙ্গত, গেল বুধবার দুপুর আড়াইটার দিকে এনসিপির সমাবেশ শেষে গাড়িবহর শহর ছাড়ার সময় লঞ্চ ঘাটের কাছে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে তাদের ওপর হামলা হয়।

এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘিরে পুরো শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ইউএনও’র গাড়ি বহরে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। এছাড়া ওইদিন রাত ৮টা থেকে পরদিন বিকেল ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার কারফিউয়ের মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে বলে ঘোষণা করা হয়। এদিক বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন