আন্তর্জাতিক

পুরোপুরি আকাশসীমা খুলে দিল ইরান

ইরান তার আকাশসীমা সম্পূর্ণভাবে খুলে দেয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা (CAO) নিশ্চিত করেছে, এখন থেকে দেশের সব বিমানবন্দর স্বাভাবিকভাবে কাজ করবে এবং আকাশপথ আন্তর্জাতিক উড়ানগুলো জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে।

বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল সমন্বয় কমিটির পর্যালোচনার পর, নিরাপত্তা এবং অন্যান্য বিষয় বিবেচনা করে সকল বিমানবন্দর তাদের কার্যক্রম পুনরায় চালু করেছে। এসময় তারা সকল যাত্রীকে নিয়মিত বিমান পরিষেবা প্রদান করার জন্য প্রস্তুত বলে জানিয়েছে।

এছাড়া তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন ভোর ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যাত্রীদের সেবা প্রদান করবে। তবে নিরাপত্তা পরিস্থিতি এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত প্রশিক্ষণ ও বিনোদনমূলক বিমান চলাচল স্থগিত থাকবে।

প্রসঙ্গত, গেল ১৩ জুন ইসরাইলি বিমান হামলার পর ইরান তার আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। ওই হামলার পর ইরান তেলআবিবে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। দীর্ঘ ১২ দিনের হামলা-পাল্টা হামলার পর ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় এবং পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন