জাতীয়

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকস্টারলিংকের এই যাত্রার মাধ্যমে দেশের দুর্গম পাহাড় অঞ্চল বা যেখানে এখনও ফাইবার অপটিক পৌঁছেনি, সেখানে উন্মোচিত হয়েছে নতুন সম্ভাবনার দ্বার।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে আয়োজিত সম্মেলনে এই যাত্রা শুরুর ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ নির্দেশনা ও উদ্যোগে বাংলাদেশে স্টারলিংক আনুষ্ঠানিকভাবে সেবা দিতে শুরু করেছে। এটি শুধু প্রযুক্তিগত নয় বরং আমাদের দেশের ডিজিটাল কাঠামোর জন্য এক যুগান্তকারী পদক্ষেপ।

বিশেষ সহকারী বলেন, আমরা কখনোই কোনও অবস্থাতে ইন্টারনেট বন্ধ করবো না। ভবিষ্যতেও যাতে কোনও সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে, সে জন্য আমরা টেলিযোগাযোগ আইনের সংশোধন করবো।

এ সময় যুক্তরাষ্ট্র থেকে আগত স্টারলিংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও উপস্থিত ছিল। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেনস্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী প্রমুখ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন