গোপালগঞ্জে তিন মামলায় আসামি ২৬০০, গ্রেপ্তার ১৬৭
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় তিনটি মামলায় ২৬০০ জনকে আসামি করা হয়েছে। একই সময়ে অন্তত ১৬৭ জনকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) গোপালগঞ্জ সদর থানা, মুকসুদপুর থানা ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এ তথ্য জানিয়েছেন।
তিন মামলায় এবং সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় জেলায় মোট ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর থানায় ৪৮, মুকসুদপুর থানায় ৬৬, কাশিয়ানী থানায় ২৪, টুঙ্গিপাড়া থানায় ১৭ ও কোটালীপাড়া থানায় ১২ জন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের সদর উপজেলার উলপুরে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমানের নেতৃত্বে একদল লোক এ ঘটনা ঘটায়। এতে পুলিশের পরিদর্শক আহম্মেদ আলীসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।
তিনি বলেন, সদরে গ্রেপ্তার ৪৮ জনকে শুক্রবার আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে আটক হওয়া অনেকের খোঁজে তাদের স্বজন গতকাল শুক্রবার সদর থানার সামনে ভিড় জমান। এর মধ্যে ছয়টি পরিবার দাবি করেছে, তাদের ‘শিশু সন্তান’কে ধরে আনা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) ড. রুহুল আমিন সরকার বলেন, সন্দেহভাজন হিসেবে আটকদের তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। অপরাধসংশ্লিষ্টতা নিশ্চিত হলেই কেবল তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে।
আই/এ