দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় গণসমাবেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “চাঁদা আমরা নেব না, দুর্নীতি করব না। কেউ চাঁদা নিতে চাইলে তাকে বাধা দেওয়া হবে। দুর্নীতি বরদাশত করা হবে না।”
শনিবার (১৯ জুলাই) সমাবেশের মঞ্চে এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামী যদি আল্লাহর মেহেরবানি ও জনগণের ভালোবাসায় সরকার গঠন করে, তাহলে কোনো মন্ত্রী বা এমপি সরকারি প্লট নেবেন না, ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবেন না, নিজের হাতে টাকা লেনদেনও করবেন না। যদি কোনো মন্ত্রণালয়ে নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের আঠারো কোটি মানুষের কাছে তার হিসাব দেয়া হবে।"
তবে বক্তব্য চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। প্রচণ্ড গরমে তিনি দুর্বল হয়ে পড়লে আশপাশে থাকা নেতাকর্মীরা তাকে ধরে বসিয়ে দেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি আবার বক্তব্য শুরু করলেও ফের অসুস্থ হয়ে পড়েন এবং মঞ্চেই পড়ে যান। পরে সেখানেই বসে থেকে বক্তব্য চালিয়ে যান তিনি।
ডা. শফিকুর রহমানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এর আগে, জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ সাত দফা দাবিতে শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় জামায়াতে ইসলামীর এই গণসমাবেশ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর। পরিবেশনায় অংশ নেয় সাইমুম শিল্পী গোষ্ঠী।
সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো নেতাকর্মী সমাবেশে অংশ নেন।
এসি//