দেশজুড়ে

টাকা পয়সা নিয়ে বিরোধের জেরে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২

পটুয়াখালীর কুয়াকাটায় সবুজ হাওলাদার (২৩)  নামের এক যুবকে নিখোঁজের দুই দিন পর ঝোপের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  এ ঘটনায় মোঃ লাল চাঁন (২৪) মো: বেল্লালকে  (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। টাকা প্যসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (১৯ জুলাই) ভোরে নিজ বাড়ি থেকে আসামিদের গ্রেপ্তার করা হয় বলে বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন  বিকেলে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার

তিনি জানান, ১৬ জুলাই দিবাগত রাত সোয়া একটার দিকে  সবুজ হাওলাদারকে তার ব্যবহৃত গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন এবং লাশ গোপন করার উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে ঝোপে লাশ ফেলে রাখেন। লাল চাঁন এর স্বীকারোক্তি অনুযায়ী অপর আসামী  বেল্লাল (২০) কে তার বাসা থেকে আজ সকাল ০৬ টা ৩০ মিঃ গ্রেপ্তার করা হয়। এসময় আসামী লাল চাঁনের শোবার ঘর থেকে সবুজের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল চান জানায়,  সবুজ তাদের বন্ধু, তারা একই সাথে চলাফেরা করেন।  আসামী বেল্লাল এর সাথে  সবুজের পূর্ব থেকে টাকা পয়সার লেনদেন নিয়া বিরোধ ছিল। ঘটনার দিন ১৬ জুলাই  রাতে লাল চাঁন ও  সবুজ রাস্তার উপর বসে আড্ডা দিচ্ছিলোএকপর্যায়ে সবুজ তার ব্যবহৃত মোবাইলে টাকা না থাকায় আসামী লাল চাঁন এর ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে তার স্ত্রীর সাথে কথা বলে এবং কথা বলার পরে সবুজ তার মোবাইল ফোন দিয়ে আসামী লাল চাঁন এর শরীরের বিভিন্ন অংশের ভিডিও করে।

উক্ত ভিডিও সবুজ  ফেসবুকে  ছড়িয়ে দিবে বলে হুমকি দিলে এটি নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন বেল্লালও ঘটনা স্থলে  এসে উপস্থিত হয়। পরবর্তীতে  বেল্লাল ও লাল চাঁন পরিকল্পিতভাবে ভিকটিম সবুজ হাওলাদারকে কৌশলে পার্শ্ববর্তী একটি পরিতক্ত বাড়িতে নিয়ে গিয়ে হত্যা করে।

 

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন