পানিতে ডুবে দু'শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) দুপুরে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর মধ্যে একজন উত্তর উজিরপুর মাঝাপাড়া গ্রামের ওমর আলীর ছেলে আব্দুল আলিম (১১), আর অন্যজন হলেন একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম (১১)। বিষয়টি শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওই দুই শিশু রোববার দুপুরে মাঝাপাড়ার পুরান সুভান উচ্চ বিদ্যালয়ের পাশের পদ্মা নদীর শাখায় গোসল করতে নেমে যায়। এক পর্যায়ে তারা ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের খোঁজাখুঁজির পর অনেক চেষ্টা করে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ওসি কিবরিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
এসকে//