ভয়াবহ গরম ও পানির সংকটে ইরান
ইরানে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে পানির ভয়াবহ সংকট দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত রেকর্ড ভাঙা তাপমাত্রা বিরাজ করছে। কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট) ছাড়িয়ে গেছে।
স্থানীয় সময় রোববার (২০ জুলাই) সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, তীব্র গরম এবং বিদ্যুৎ ও পানির সাশ্রয়ের প্রয়োজনীয়তার কারণে আগামী বুধবার (২৩ জুলাই) তেহরান প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
তেহরানে রোববার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা সোমবার (২১ জুলাই) বেড়ে ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। তাপপ্রবাহ আরও কিছুদিন থাকবে বলে আবহাওয়া সংস্থার পূর্বাভাস।
দক্ষিণ ইরানের শুষ্ক অঞ্চলগুলোতে পানির সংকট দীর্ঘদিনের সমস্যা। জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অব্যবস্থাপনার কারণে এই সংকট প্রকট হয়েছে। তেহরান নগর পরিষদের চেয়ারম্যান মাহদি চামরান নাগরিকদের পানির অপচয় বন্ধে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন।
শহরের পানি সরবরাহকারী বাঁধগুলোর জলাধার বর্তমানে শত বছরের মধ্যে সবচেয়ে নিম্নস্তরে রয়েছে বলে তেহরানের পানি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে। এ অবস্থায় অন্তত ২০ শতাংশ পানি ব্যবহারে কাটছাঁট করার পরামর্শ দেওয়া হয়েছে।
রক্ষণশীল দৈনিক জাভান জানায়, সংকট মোকাবেলায় রাজধানীর কিছু এলাকায় ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি রোববার দুঃখ প্রকাশ করে বলেন, “সম্পদ ব্যবস্থাপনার স্বার্থে” এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি জানান, বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সরকার সবরকম পদক্ষেপ গ্রহণ করছে।
তীব্র গরম ও সংকটের মধ্যে তেহরানে সরকারি ছুটি ঘোষণা করায়, সরকারের আশা, মানুষ শীতল এলাকায় ভ্রমণ করবে এবং তেহরানের বিদ্যুৎ ও পানির ওপর চাপ কমবে। রাজধানী তেহরানের প্রায় ১০ মিলিয়ন মানুষের জীবনযাত্রায় এর প্রভাব যথেষ্ট গুরত্বপূর্ণ।
এসি//