বিএনপি

বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিমানবাহিনীর এফ সেভেন বিজেআই বিমান বিধ্বস্তের ঘটনায় একজন নিহত এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২১ জুলাই) দুপুরে নিজের ফেসবুক একাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা মর্মাহত। কোনও শিক্ষার্থীর শিক্ষা, বিকাশ এবং সুস্থতার জন্য তৈরি প্রতিষ্ঠানগুলিতে এমন ভয়াবহতার মুখোমুখি হওয়া উচিত নয়। আমার আন্তরিক প্রার্থনা নিহত তরুণ আত্মার জন্য, এবং আমি বিএনপির নেতা, কর্মী এবং পেশাদারদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি

তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের একসাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন