উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৩১
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী। এছাড়া আহত হয়েছেন ১৬৫।
মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় ৬ দফা দাবি জানিয়েছে মাইলস্টোন স্কুল আন্ড কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে-
১. নিহতদের নাম-পরিচয় প্রকাশ, ২. আহতদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, ৩. ঘটনাস্থলে শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ৪. ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ, ৫. ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল, ৬. সামরিক প্রশিক্ষণের পদ্ধতি সংস্কার।
উত্থাপিত ছয় দফা দাবি সরকার আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আই/এ