আর্কাইভ থেকে আবহাওয়া

আসমি দুই দিন ঝড়বৃষ্টি হতে পারে

আসছে ২ দিনের মধ্যে তীব্র তাপ কমতে পারে সেই সঙ্গে বৃষ্টিও হতে পারে। পরের পাঁচদিন আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় এ কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ দেশে সবচে বেশী তাপমাত্রা ছিলো সীতাকুণ্ড ও রাঙ্গামাটিতে। এবং তাপমাত্রা ছিলো ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি ঢাকায় তাপমাত্রা ছিলো ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে আগামী ২৪ ঘন্টায় বলা হয়েছে , সারাদেশের আবহাওয়া মোটামোটি  ভাবে অপরিবর্তিত থাকতে পারে।  

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করায় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

এস মুন্নী

এ সম্পর্কিত আরও পড়ুন