পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
আগামী শনিবার প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরের বিষয়টি ইরানের সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এবং পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ নিশ্চিত করেছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, এই সফরের মধ্য দিয়ে তেহরান ও ইসলামাবাদের মধ্যকার ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধন আরও দৃঢ় হবে।
বাকাই বলেন, সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসী পদক্ষেপের প্রেক্ষাপটে দু’দেশের মধ্যে যোগাযোগ ও কৌশলগত সমন্বয় আরও জোরালো হয়েছে।
তিনি আরও জানান, ১৩ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ইসরাইল ও যুক্তরাষ্ট্র একাধিকবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এর জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ নামে একটি প্রতিআক্রমণ চালিয়ে ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
একইসঙ্গে, কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল-উদেইদ-এও ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। শেষ পর্যন্ত ২৪ জুন উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
এদিকে সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি’র সঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি টেলিফোনে আলাপ করেন। তিনি পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন এবং বলেন, এই কঠিন সময়ে ইরান পাকিস্তানের জনগণের পাশে রয়েছে।
মোমেনি আরও জানান, বন্যার্তদের জন্য এই ফোনালাপেই প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আসন্ন সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইরানি মন্ত্রী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক তেহরান সফরের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।
জবাবে নকভি বলেন, ইসলামাবাদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত।
এসকে//