আন্তর্জাতিক

রক সংগীতের কিংবদন্তি ওজি ওসবার্ন আর নেই

রক সংগীতের কিংবদন্তি ওজি ওসবার্ন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর। গেল মঙ্গলবার (২৩ জুলাই) যুক্তরাজ্যের বার্মিংহামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই হেভি মেটাল আইকন।

ওসবার্ন ব্ল্যাক সাবাথ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে ‘আয়রন ম্যান’ ও ‘প্যারানয়েড’ এর মতো একাধিক হিট গানের জন্য পরিচিত। তিনি হেভি মেটাল জগতের অন্যতম প্রতিষ্ঠাতা এবং একাধিক রক ব্যান্ডের অনুপ্রেরণা ছিলেন। ২০২৩ সালের ৫ জুলাই তিনি জীবনের শেষ কনসার্টে পারফর্ম করেন।

ওসবার্নের পরিবার এক বিবৃতিতে জানান, “আজ মঙ্গলবার সকালে আমাদের প্রিয় ওজি আমাদের ছেড়ে চলে গেছেন। মৃত্যুর সময় তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা।” 

ওজি ওসবার্ন দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং ২০১৯ সালে তার পারকিনসন রোগ ধরা পড়ে। সংগীত ক্যারিয়ারের পুরোটা সময় তিনি একাধারে মঞ্চে পারফর্ম করেছেন এবং নিজের অসুস্থতা সত্ত্বেও দর্শকদের জন্য গান উপহার দিয়েছেন।

ওসবার্নের সংগীত ক্যারিয়ারের শুরু হয় ১৯৬৯ সালে ব্ল্যাক সাবাথ ব্যান্ড গঠন করার মাধ্যমে। এই ব্যান্ডটি হেভি মেটাল জগতের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে।  এরপর তিনি একক ক্যারিয়ার শুরু করেন এবং 'ক্রেজি ট্রেইন'সহ একাধিক হিট গান উপহার দেন।

১৯৮৯ সালে শ্যারনকে খুনের চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার হলেও পরবর্তীতে তাঁর দাম্পত্য জীবন টিকে ছিল। ওসবার্নের ব্যক্তিগত জীবন একাধিক বিতর্কে জড়িয়েছিল। তবে ২০০০ এর দশকে এমটিভির রিয়েলিটি শো ‘দ্য ওসবার্নস’ এর মাধ্যমে তিনি তার পারিবারিক জীবন এবং মনের এক নতুন দিক প্রকাশ করেন।

২০২২ সালে তিনি কমনওয়েলথ গেমসের সমাপনী অনুষ্ঠানে গান গাইতেন। ২০২৩ সালের ৫ জুলাই তার জীবনের শেষ কনসার্টে তিনি পারফর্ম করেন যা ছিল তার বিদায়ী মুহূর্ত।

ওসবার্নের মৃত্যুর খবরে শোক জানিয়েছেন রক তারকা রোনি উড (রোলিং স্টোনস), মেটালিকা, এলটন জনসহ আরও অনেকে। ওজি ওসবার্ন স্ত্রী শ্যারন, সন্তান অ্যাইমি, কেলি, জ্যাক, এবং নাতি-নাতনিদের রেখে গেছেন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন