আইন-বিচার

শেখ রেহেনার স্বামী ও ছেলের জমি জব্দের আদেশ

শেখ রেহেনার স্বামী ড. সফিক আহমেদ সিদ্দিক এবং তাদের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির মালিকানাধীন প্রায় সাড়ে ৩৫৪ শতক জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এই জমির বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৯৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ।

দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে জানান, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ড. সফিক আহমেদ ও রাদওয়ান মুজিবের বিরুদ্ধে একটি অনুসন্ধান প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত চলাকালে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তরা এসব সম্পদ অন্যের নামে হস্তান্তর বা সরিয়ে ফেলতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সম্পদ হস্তান্তর বা বিক্রির সুযোগ থাকলে অনুসন্ধানে ব্যাঘাত ঘটতে পারে। সেই কারণে আদালতের কাছে অনুরোধ জানানো হয়, যেন তারা সম্পত্তি পরিবর্তন, স্থানান্তর বা অন্য কোনোভাবে হস্তান্তরের সুযোগ না পান। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন