বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিবের সাথে ঝিনাইদহ বিএনপি’র মতবিনিময়
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব আশিক ইসলামের সঙ্গে মতবিনিময় করেছে ঝিনাইদ জেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঝিনাইদহ জেলা শহরের একটি মাদ্রাসায় তাকে ফুল দিয়ে স্বাগত জানান ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের জ্যৈষ্ঠ পুত্র ও ড্যাবের সদস্য ডাঃ ইব্রাহিম রহমান বাবু।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় ও উত্তরা মাইলষ্টোন স্কুল এ্যান্ড কলেজ দুর্ঘটনায় আহতদের সুস্হতা ও নিহতদের আত্নার মাগফিরাত কামনায় এক দোয়া মহাফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম খোকন সহ বিএনপি ছাত্রদল যুবদল কৃষকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আই/এ