জাতীয়

উত্তরায় বিমান বিধ্বস্ত

শিক্ষার্থী ও অফিস সহকারীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৩৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে মারা যান ১৩ বছরের স্কুলছাত্র জারিফ ফারহান ও ৩২ বছর বয়সী মাসুমা নামে এক নারী।

জারিফ ফারহান মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ইংরেজি ভার্সনের শিক্ষার্থী ছিল। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, জারিফের শরীরের ৪০ শতাংশ ও শ্বাসনালী দগ্ধ হয়েছিল।

এর প্রায় এক ঘণ্টা পর সকাল সোয়া ১০টার দিকে মারা যান দগ্ধ মাসুমা (৩২)। তিনি ওই প্রতিষ্ঠানের অফিস সহকারী ছিলেন। এ নিয়ে এখন পর্যন্ত এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। শুধু বার্ন ইনস্টিটিউটেই মৃত্যু হয়েছে ১৬ জনের।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি ৪০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটাপন্ন। তাদের রাখা হয়েছে আইসিইউতে। এছাড়া সিপিআর ক্যাটাগরিতে রয়েছে ১০ জন, পোস্ট-অপারেটিভ পর্যায়ে রয়েছে আরও ১০ জন এবং ক্যাবিনে চিকিৎসাধীন ১৫ জন।

মৃত জারিফের বাবা মো. হাবিবুর রহমান জানান, তারা মূলত রাজবাড়ীর শ্রীপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে পরিবার নিয়ে থাকেন উত্তরায়। দুই সন্তানের মধ্যে জারিফ ছিল ছোট।

উল্লেখ্য, গত ২১ জুলাই সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই সামরিক বিমান দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই স্কুলের কোমলমতি শিক্ষার্থী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন