বিনোদন

প্রতারণার শিকার গরু বিক্রেতাকে ওমরাহতে পাঠালেন অপু বিশ্বাস

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইস উদ্দিন। এক ক্রেতা তাকে ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই জাল নোট হিসেবে দিয়ে প্রতারণা করে। এই ঘটনা এবং রইস উদ্দিনের অঝোর কান্নার ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা দেশবাসীকে গভীরভাবে ব্যথিত করে।

এমন কঠিন পরিস্থিতিতে রইস উদ্দিনের পাশে দাঁড়ান ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি ঘোষণা করেন, রইস উদ্দিনকে পবিত্র ওমরাহ পালনের জন্য প্রয়োজনীয় সব আর্থিক সহায়তা তিনি প্রদান করবেন।

শামসুল হক ফাউন্ডেশন এ বিষয়ে নিশ্চিত করে জানায়, অপু বিশ্বাস তাদের পরামর্শ অনুযায়ী রইস উদ্দিনের পুরো ওমরাহ খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রইস উদ্দিন পবিত্র ওমরাহর উদ্দেশ্যে রওনা দেন।

উল্লেখ্য, গেল ঈদুল আজহায় উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে গিয়ে রইস উদ্দিন প্রতারণার শিকার হন, যখন তাকে জাল টাকার বান্ডেল দেয়া হয়। এই ঘটনা দেখে তিনি অঝোরে কাঁদতে থাকেন, যা সাড়া ফেলেছিল। তার দুর্দশার খবর ছড়িয়ে পড়লে বহু সাহায্যপ্রার্থী মানুষ এগিয়ে আসে এবং অপু বিশ্বাসও মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন