খামেনির হামলার মূল লক্ষ্য জানালেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবার ইসরায়েলের হামলার মূল লক্ষ্য হতে পারেন। রোববার (২৭ জুলাই) রাতে দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি থেকে এমন হুশিয়ারী জানিয়েছেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
খামেনিকে স্বৈরশাসক উল্লেখ করে তিনি বলেছেন, যদি খামেনি ইসরায়েলকে হুমকি দিতে থাকে, তাহলে ইসরাইলের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে। খামেনির ওপর আঘাত করা হবে।”এই তথ্য প্রথম প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।
এ ব্যাপারে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।