আন্তর্জাতিক

তেলআবিবের বিরুদ্ধে নৌ-অবরোধের হুমকি ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর

গাজায় অবরোধ ও হামলা বন্ধ করতে ইসরাইলের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী।

রোববার (২৭ জুলাই) বিবৃতি দিয়ে এই আহবান জানানো হয়। আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান তীব্র করার ঘোষণা দিয়েছে তারা।  ইয়েমেনি সশস্ত্র বাহিনী বলেছে, গাজার আকাশ, স্থল এবং সমুদ্র থেকে অবিরাম বোমাবর্ষণ চলছে। হত্যাযজ্ঞ চলছে। এই পরিস্থিতি অগ্রহণযোগ্য। গাজায় চলমান কঠোর অবরোধের কারনে ক্ষুধা ও তৃষ্ণায় মানুষ মারা যাচ্ছে।

এমন গণহত্যা বন্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরাইলের বিরুদ্ধে নৌ অবরোধ করবে। ইসরাইলি বন্দরে চলাচলকারী জাহাজগুলোতে হামলা করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন