মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার
মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার ক্ষমতাসীন জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লেইং এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।
আগামী ডিসেম্বরে মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চলমান জরুরি অবস্থা প্রত্যাহার করা হলো।
দেশটির ২০০৮ সালের সংবিধান অনুসারে, কোন ধরনের নির্বাচন আয়োজনের আগে জরুরি অবস্থা অবশ্যই প্রত্যাহার করতে হবে।
২০২১ সালে অং সান সুচির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাতের পর জরুরি অবস্থা জারি করেছিলো মিয়ানমারের সেনাবাহিনী।
এনএস/