শাহবাগে আজও ‘জুলাই যোদ্ধাদের’ অবস্থান
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ‘জুলাই যোদ্ধারা’। শুক্রবার (১ আগস্ট) সকাল থেকে তাদের এই অবস্থান কর্মসূচি চলতে দেখা গেছে।
সকাল থেকে আন্দোলনকারীরা সড়কের ওপর ত্রিপল পেতে বসেছেন। অস্থায়ী মঞ্চ গড়ে সেখান থেকেই বক্তব্য দিচ্ছেন একে একে। আন্দোলনের অংশ হিসেবে সড়কের চারপাশে তারা ব্যারিকেডও বসিয়েছেন। ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি পরিবহনের জন্য রাস্তায় সীমিত সুযোগ রাখা হয়েছে।

আন্দোলনকারীরা জানায়, দীর্ঘদিন ধরে জুলাই সনদের দাবি জানিয়ে আসলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। শহীদদের পরিবার ও আহতদের প্রতি সুবিচার নিশ্চিত না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
তারা আরও জানান, জুলাই সনদ শুধু দাবি নয়, এটি তাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন। সেদিন বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ।
এমএ//