দেশজুড়ে

ডিজে পার্টির প্রস্তুতি, সেনা অভিযানে আটক ৫৭

নাটোরের গুরুদাসপুরে পিকাপে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে ডিজে পার্টির উদ্দেশে যাওয়ার পথে ৫৭ জন কিশোরকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের মাদক উদ্ধার করা হয়।

শুক্রবার (১ আগস্ট) সকালে বড়াইগ্রামের ধানাইদহ থেকে গুরুদাসপুর বিলসা এলাকায় ডিজে পার্টি করতে যাওয়ার সময় খুবজিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোর সেনাক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রামের ধানাইদহ এলাকা থেকে মিনি ট্রাকে করে উচ্চ শব্দে গান বাজিয়ে একদল কিশোর বিলশা বিলের দিকে যাচ্ছিল। তারা সেখানে নৌকা নিয়ে ডিজে পার্টি করার পরিকল্পনায় ছিল।

পথে তাদের গাড়ি থামিয়ে সেনা সদস্যরা তল্লাশি চালান। তল্লাশিতে ১২ কিশোরের কাছ থেকে ৪ লিটার বাংলা মদ, এক লিটার ভদকা, প্রায় ৩০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম ও ৪০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। আটককৃতদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি আসমাউল হক বলেন, আটক ৫৭ জনের মধ্যে মাদক বহন ও সেবনের অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের সংশ্লিষ্টতা না থাকায় বাকি ৪৫ জনকে তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন