ট্রাম্পের হুমকিকে পাত্তা দিলো না ভারত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রুশ তেল ক্রয় বন্ধ করবে না ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক দুইটি ভারতীয় সরকারী সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদসংস্থা দ্য নিউইয়র্ক টাইমসেরএক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রগুলোর একটি বলছে, এসব দীর্ঘ মেয়াদী তেল চুক্তি। রাতারাতি তা বন্ধ করা খুব সহজ কাজ নয়।
গেলো মাসে রুশ তেল ও সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য ভারতকে অতিরিক্ত জরিমানা করার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওই হুমকির পর গেলো শুক্রবার ট্রাম্প জানায়, ভারত আর রুশ তেল কিনবে না। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর ভারত রুশ তেল ক্রয় বন্ধ করবে না, এমনটি জানালো দ্য নিউইয়র্ক টাইমস।
এনএস/