রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি মামুন
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় প্রথমবারের মতো একজন রাজসাক্ষীকে হাজির করল ট্রাইব্যুনাল। রোববার (০৩ আগস্ট) সকাল ৯টা ২৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আদালতে আনা হয়। তবে তাকে হাতকড়াহীন অবস্থায় দেখা গেছে।
আজকের শুনানিতে প্রসিকিউশন দলের সূচনা বক্তব্যের পাশাপাশি মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মামলাটির বিচার কার্যক্রম চলছে শেখ হাসিনার অনুপস্থিতিতেই।
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত সহিংস ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচ শতাধিক অভিযোগ জমা পড়ে। এর মধ্যে চারটি মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে, যার একটি শেখ হাসিনার বিরুদ্ধে। অন্যদিকে, ওবায়দুল কাদেরসহ গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের শীর্ষ ১৭ নেতার বিরুদ্ধে ছয়টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, শেখ হাসিনার সর্বশেষ ঠিকানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলেও তিনি পলাতক থাকায় আন্তর্জাতিক নিয়ম অনুসারে মামলার বিচার একতরফাভাবে চলবে।
এই মামলায় সাক্ষ্য দেবেন বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান, গবেষক ও চিন্তাবিদ বদরুদ্দিন উমর, সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল হাসিনুর রহমান, নাহিদ ইসলাম, উমামা ফাতেমাসহ 'জুলাই আন্দোলনে' ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবার-পরিজনের অনেকে।
এমএ//