দেশজুড়ে

শিশুকে সাপের কামড়, অ্যান্টিভেনাম ও এ্যাম্বুলেন্স না পেয়ে চিকিৎসায় বিলম্ব

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মোঃ খলিল উদ্দিনের ৮ মাসের শিশু কন্যা আয়াতকে সাপে কেটেছে। শিশুর পরিবার দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলেও হাসপাতালে অ্যান্টিভেনাম না থাকায় শিশুকে ঝিনাইদহ সদর হাসপালে পাঠানো হয়। এদিকে হাসপাতালে এ্যাম্বুলেন্স না থাকায় সদর হাসপাতালে রোগীকে নিয়ে আসতে আর এক দফায় বিড়ম্বনায় পড়ে ভুক্তভোগীর পরিবার।

রোববার (৩ আগষ্ট) কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রেজাউল ইসলাম বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালে খেলতে গেলে বিষধর সাপে শিশুকে কামড় দেয় কালবিলম্ব না করে আয়াতকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার পরিবার।

এসময় হাসপাতালের জরুরি বিভাগের করিডোরে কান্নায় ভেঙে পড়েন আয়াতের মা ও দাদি। তাঁদের বুকফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো হাসপাতাল প্রাঙ্গণ।

সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, শিশুটিকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতি এখনো সংকটমুক্ত নয়, তবে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তাকে বাঁচানোর জন্য।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনাম ও এ্যাম্বুলেন্স না থাকায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা।

 

আই/এ                              

এ সম্পর্কিত আরও পড়ুন